অগ্নিকাণ্ডে হলেন ক্ষতিগ্রস্ত, পরে পেলেন জেল-জরিমানা
শরীয়তপুরের নড়িয়া উপজেলার মশুরা গ্রামের একটি বাড়ি থেকে বিএসটিআইয়ের অনুমোদনবিহীন তিন হাজার ৮০০ বোতল সয়াবিন তেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুজনকে জেল-জরিমানা করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে এই অভিযান চালানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে মসুরা গ্রামের হরি শাধন মণ্ডলের (৬৫) বাড়ি শাধন স্বপ্ন নীড়ে অবস্থিত আমদানি করা তেলের গুদামে আগুন লাগে। খবর পেয়ে শরীয়তপুর ফায়ার সার্ভিসের একটি দল এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। বেলা ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে যান নড়িয়া উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন। এরপর তিনি জানতে পারেন বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই ওই বিদেশি তেল বাজারজাত করছিলেন হরি শাধন মণ্ডল ও তাঁর কর্মচারী কাজল হাওলাদার (৪৭)।
আবদুল্লাহ আল মামুন জানান, হরি শাধন মণ্ডল চট্টগ্রামের সৌরভ এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশ থেকে আমদানিক করা সয়াবিন তেল বাজারজাত করছিলেন। এসব তেলের বিএসটিআইয়ের অনুমোদন ছিল না। এ কারণ সয়াবিন তেল জব্দ করে গুদাম সিলগালা করে দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে হরি শাধনকে এক লাখ টাকা জরিমানা ও তাঁর কর্মচারীকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।