Beta

দুই দিনে ভেঙে পড়ল ব্রিজ, যান চলাচল বন্ধ

১২ জুলাই ২০১৮, ২০:৩৯

পাবনার সাঁথিয়া উপজেলার বোয়াইলমারী কবরস্থানের কাছের এই বেইলি ব্রিজটি আজ বৃহস্পতিবার সকালে ভেঙে পড়ে। ছবি : এনটিভি

নির্মাণ কাজ শেষ হওয়ার দুদিনের মধ্যে পাবনার সাঁথিয়া উপজেলায় একটি বেইলি ব্রিজ ভেঙে পড়েছে। এর ফলে পাবনা থেকে বেড়া ও পাবনা থেকে সাঁথিয়ার মধ্যে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এ সময় দুপাশে শত শত যানবাহন আটকাপড়ে জনদুর্ভোগের সৃষ্টি হয়।

আজ বৃহস্পতিবার সকালে সাঁথিয়ার বোয়াইলমারী গোরস্থানের কাছে ব্রিজটি ভেঙে পড়ে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বেইলি ব্রিজটির নির্মাণকাজ শেষ হয়। কিন্তু দুইদিন হতে না হতেই আজ সকালে ওই ব্রিজের চেকার্ড প্লেট ভেঙে যায়। সকালে একটি ট্রাক ব্রিজটি পার হওয়ার সময় প্লেটগুলো ভেঙে পড়ে। ট্রাকটিও সেই সময় ক্ষতিগ্রস্ত হয়। এজন্য সড়ক ও জনপথ (সওজ) বিভাগের গাফিলতি আর ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়মকেই দায়ী করছেন এলাকাবাসী।

জানা গেছে, পাবনা সওজের অধীনে সাঁথিয়া-মাধপুর সড়কে বোয়াইলমারী গোরস্থানের কাছে একটি ব্রিজ নির্মাণের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ইউনুস অ্যান্ড ব্রাদার্স। সেখানে যানবাহন চলাচলের জন্য সাময়িকভাবে একটি বেইলি ব্রিজ নির্মাণ করা হয়।

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ইউনুছ অ্যান্ড ব্রাদার্সের প্রতিনিধি মিজানুর রহমান বলেন, ‘অল্প সময়ের মধ্যেই এটাকে মেরামত করে যানবাহন চলাচলের উপযোগী করে তুলব আমরা।’

এ ব্যাপারে পাবনা সওজের নির্বাহী প্রকৌশলী সমীরণ রায় বলেন, ‘বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

Advertisement