সাতক্ষীরায় ভারতীয় পণ্য ও ফেনসিডিল আটক
সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৬০ লাখ টাকা মূল্যের বিভিন্ন প্রকার ভারতীয় পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অন্য এক অভিযানে ভোমরা এলাকা থেকে এক হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বিজিবির ৩৮ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মোজাম্মেল জানিয়েছেন, গত বুধবার রাতভর এই অভিযান চালানো হয় সীমান্তের ঝাউডাঙ্গা, কাকডাঙ্গা, মাদরা, বৈকারিসহ বিভিন্ন এলাকায়। আটক পণ্যের মধ্যে আছে শাড়ি, থ্রিপিস, থানকাপড়, স্টিলের সামগ্রী, জিরা ও গুঁড়ো দুধ।
এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। পাচারের ঘটনায় সাতক্ষীরা সদর ও কলারোয়া থানায় মামলা হয়েছে।
এদিকে, সাতক্ষীরার গোয়েন্দা পুলিশ জেলার ভোমরা এলাকা থেকে এক হাজার দুই বোতল ফেনসিডিল জব্দ করেছে। গোয়েন্দা পুলিশ পরিদর্শক মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, বৃহস্পতিবার ভোরে গোপন সূত্রে তিনি জানতে পারেন, চোরাচালানের সঙ্গে যুক্ত একদল ব্যক্তি ভারত থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল পাচার করে ভোমরা প্রাথমিক বিদ্যালয়ের সামনে অপেক্ষা করছে। তিনি জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে এসব ব্যক্তি এক হাজার দুই বোতল ফেনসিডিল ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় সাতক্ষীরা থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।