Beta

প্রেমিকার আত্মহত্যা, আধা ঘণ্টা পর প্রেমিকও একই পথে!

১০ আগস্ট ২০১৮, ১১:১৭ | আপডেট: ১০ আগস্ট ২০১৮, ১১:২১

সাবিনা ইয়াসমিন শ্যামলী, কুষ্টিয়া
রোকনুজ্জামান ও মুমতা হেনা ছবি : সংগৃহীত

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। তাঁরা হলেন বিশ্ববিদ্যালয় ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শেষ বর্ষের ছাত্র রোকনুজ্জামান ও মুমতা হেনা। গতকাল বৃহস্পতিবার রাতে মাত্র আধা ঘণ্টার ব্যবধানে এসব ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান জানান, রাত ৯টার দিকে কুষ্টিয়ার সদর উপজেলার মতি মিয়া রেলগেট এলাকায় পোড়াদহ থেকে গোয়ালনন্দগামী শাটল ট্রেনে কাটা পড়ে বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের ছাত্র রোকনুজ্জামানের মৃত্যু হয়। এর আধা ঘণ্টা আগে ঝিনাইদহ শহরে ঝিনুক টাওয়ারের পঞ্চমতলায় নিজ শয়নকক্ষে একই বিভাগের ছাত্রী মুমতা হেনা ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

প্রক্টর জানান, দুজনের মধ্যে চেনাজানা ছিল। তবে কী কারণে তাঁরা আত্মহত্যা করেছেন, তা জানা যায়নি। রোকনুজ্জামানের বাড়ি  চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা এলাকায় এবং মুমতা হেনার বাড়ি সাতক্ষীরা জেলায়।

জানা গেছে, মুমতা হেনা বিশ্ববিদ্যালয়ের আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. আশরাফুল ইসলামের মেয়ে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ এমদাদুল হক জানান, মেয়েটির আত্মহত্যার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

পোড়াদহ রেলওয়ে (জিআরপি) থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান জানান, রোকনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement