Beta

সীমান্তে ৪৩ কেজি রুপার গহনা জব্দ

১১ আগস্ট ২০১৮, ১২:৩৭

ভারত থেকে চোরাপথে বাংলাদেশে পাচারকালে ৪৩ কেজি রুপার গয়না জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল শুক্রবার রাত ১০টার দিকে সীমান্তের মেইন পিলার ৭-এর সাব-পিলার ৫-এর কাছে বিজিবির টহল দল এসব রুপার গয়না জব্দ করে। তবে কোনো চোরাচালানি এ সময় ধরা পড়েনি।

বিজিবি ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার মো. মোস্তাফিজ জানান, গোপন সূত্রের খবরে জানা যায়, এক ব্যক্তি ভারতীয় পণ্য নিয়ে বাংলাদেশ সীমান্ত পার হচ্ছেন। এর ভিত্তিতে বিজিবির বৈকারি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আবু হানিফের নেতৃত্বে একটি টহল দল সেখানে অবস্থান নেয়।

ভারত থেকে আসা ওই চোরাকারবারী বিজিবির ধাওয়া খেয়ে পাশের খালে কয়েকটি প্যাকেট ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে প্যাকেটগুলো উদ্ধার করে তার মধ্যে ৪৩ কেজি ওজনের বিভিন্ন ধরনের রুপার গহনা পাওয়া যায়।

লেফটেন্যান্ট কর্নেল সরকার মো. মোস্তাফিজ জানান, এসব গহনার বাজার মূল্য ২৮ লাখ টাকা। এ ঘটনায় সাতক্ষীরা থানায় একটি মামলা হয়েছে। আটক গহনা শুল্ক অধিদপ্তরে জমা দেওয়া হবে।

Advertisement