ছবি তুলে বাড়ি ফেরা হলো না সুমীর
শরীয়তপুরে ট্রাকের ধাক্কায় সুমী আক্তার (২৪) নামের এক নারী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে পালং থানাধীন কাশাভোগ এলাকার তালুকদার বাড়িরঘাট চৌরাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমী আক্তার শরীয়তপুর পৌরসভার ধানুকা গ্রামের আনোয়ার বেপারীর স্ত্রী। নিহতের এক ছেলে চতুর্থ শ্রেণিতে পড়ে। আর দেড় বছর বয়সী এক মেয়ে রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সুমী একটি বেসরকারি সংস্থা থেকে ঋণ নেওয়ার জন্য আজ আংগারিয়া বাজারের একটি স্টুডিওতে ছবি তুলেন। ছবি তোলা শেষে দুপুর ১টার দিকে বাড়ির দিকে হেঁটে যাচ্ছিলেন তিনি। কাশাভোগ এলাকায় মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক বাইপাস মহাসড়ক পার হওয়ার সময় পেছন থেকে একটি ট্রাক (ঢাকা-ট ৪৩৩৮) তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সুমীর মৃত্যু হয়। স্থানীয়রা ট্রাকসহ ট্রাকচালক শাহজাহান মুন্সীকে (৩০) আটক করে পুলিশে সোপর্দ করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পালং মডেল থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ হুমায়ুন কবীর জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।