Beta

‘বছরের প্রথম দিন পাঠ্যবই প্রদান বিশ্বে অনন্য দৃষ্টান্ত’

০৮ নভেম্বর ২০১৮, ১৭:৪৪

নিজস্ব প্রতিবেদক

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এ বছরও ১ জানুয়ারি প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থীদের মাঝে বিনামুল্য পাঠ্যপুস্তক বিতরণ করা হবে। এটি নিশ্চিত করতে ইতিমধ্যে সকল ব্যবস্থা নেওয়া হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বছরের শুরুতে প্রথম দিনে সকল পাঠ্য বই প্রদান বিশ্বে একটি অনন্য দৃষ্টান্ত।’

আজ বৃহস্পতিবার ঢাকায় মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) মিলনায়তনে এনসিটিবি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক নারায়ন চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বোর্ডের সব সদস্য এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বছরের শুরুতে প্রথম দিনে সব পাঠ্যবই প্রদান বিশ্বে একটি অনন্য দৃষ্টান্ত। গত ১০ বছর ধরে বিনামূল্যে এই বই বিতরণ করা হচ্ছে। এমন উদাহরণ পৃথিবীতে বিরল। এ বই প্রদানের ফলে শিক্ষার্থীদের জন্য সময়মতো বই পাওয়া এবং পড়াশুনা করার সুযোগ খুলে গেছে। এটা দেশে-বিদেশে সর্বত্র প্রশংসিত হয়েছে। ঝরে পড়া অনেক কমেছে।’

নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘নির্বাচনের বছর হওয়ায় এ বছরটা ব্যতিক্রমী। এ বছরও যাতে জানুয়ারির এক তারিখে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়া যায়, সেজন্য আমরা আগে থেকেই পরিকল্পনা নিয়ে কাজ করেছি। সময়মতো বই তৈরি, ছাপানো ও পাঠানো বেশ ঝুঁকিপূর্ণ কাজ ছিল। এ পরিকল্পনা অনুযায়ী এনসিটিবি সাফল্যের সাথে তাদের কার্যক্রম বাস্তবায়ন করেছে।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘এবার প্রায় ৩৬ কোটি পাঠ্যবই বিতরণ করা হবে। এর মধ্যে ২১ কোটি বই ইতিমধ্যে জেলা-উপজেলা পর্যায়ে পৌঁছে গেছে।’বাকি বইগুলো ডিসেম্বরের ১০ তারিখের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য নির্দেশনা দেন মন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, এ কাজে কেউ বাধার সৃষ্টি করবেন না। সবাই সহযোগিতা করবেন।

সাফল্যের সাথে কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রী এনসিটিবির সকল কর্মকর্তা-কর্মচারীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তাদের উদ্দেশে তিনি বলেন, ‘জাতির ভবিষ্যৎ নির্মানের জন্য আপনারা কাজ করছেন। শিক্ষার্থীদের যথাসময়ে বই দেওয়ার জন্য কাজ করছেন। এটা মহৎ কাজ।’

জাতীয় সংসদে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক আইন পাস করায় এনসিটিবির পক্ষ থেকে মন্ত্রীকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানানো হয়।

Advertisement