চাকরি জাতীয়করণের দাবি কমিউনিটি স্বাস্থ্যকর্মীদের
ট্রাস্ট আইন বাতিল ও চাকরি জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি এবং মানববন্ধন করেছে গাজীপুর জেলা কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার অ্যাসোসিয়েশন (সিএইচসিপি)। আজ সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত গাজীপুরের সিভিল সার্জন কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলার কমিউনিটি স্বাস্থ্যকর্মীরা অংশ নেন। একই কর্মসূচি পালিত হয় গোপালগঞ্জে।
এ মানববন্ধনে বক্তারা জানান, ২০১৫ সালের জুলাই মাসে সিএইচপিসির কর্মীদের চাকরি রাজস্বকরণ করার কথা বলা হয়। এ কথা বলে সারা দেশে সিএইচপিসি কর্মীদের নামে সার্ভিস বুক ও এসিআর খোলা হয়, যার সবটুকু ছিল লোক দেখানো। এখন ট্রাস্ট আইন হতে যাচ্ছে যা (২২ ঘ ধারা) আত্মঘাতীর শামিল।
মানববন্ধনে সিএইচপিসির কর্মীরা বলেন, চাকরি জাতীয়করণ করা না হলে আগামীতে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এদিকে গোপালগঞ্জে কমিউনিটি ক্লিনিকের নিয়োগপ্রাপ্ত সিএইচসিপিদের চাকরি জাতীয়করণ ও ট্রাস্ট আইন বাতিলের দাবিতে অবস্থান ধর্মঘট ও মানববন্ধন কর্মসূচি পালন করে সিএইচসিপি কর্মীরা।
বেলা ১১টার দিকে সিভিল সার্জন কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী অবস্থান ধর্মঘটের পর গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের সামনে মানববন্ধন করেন সিএইচসিপি কর্মীরা।
পরে জেলা সিভিল সার্জনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন সিএইচসিপি কর্মীরা।