গোপালগঞ্জে নদীতে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
গোপালগঞ্জে মধুমতি নদীতে (বিল রুট ক্যানেল) গোসল করতে নেমে আফরোজা বেগম (৪০) নামের এক নারী নিখোঁজ হয়েছেন। রোববার সকালে সদর উপজেলার ভেড়ারবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানান, সকালে মধুমতি নদীতে (বিল রুট ক্যানেল) গোসল করতে নামেন আফরোজা বেগম। এর পর থেকে তিনি আর নদী থেকে পাড়ে ওঠেননি। পরে বেলা ১১টার দিকে খুলনা থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল এসে উদ্ধারকাজ শুরু করে।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের পরিদর্শক আবদুল মালেক সরদার ঘটনাস্থলে থেকে উদ্ধারকাজের তদারকি করেন। তিনি জানান, নদীতে স্রোত থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। লাশ উদ্ধার করা সম্ভব হয়নি।