Beta

পাবনায় ইউপি সদস্যের বিরুদ্ধে গাছ চুরির মামলা

০৫ জানুয়ারি ২০১৯, ১৯:৫৮

পাবনার বেড়া উপজেলার চাকলা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য গোলজার হোসেনের বিরুদ্ধে  ইউক্যালিপটাস গাছ চুরির অভিযোগ এনে মামলা করছেন ফরেস্টার মো. এজাহিদ হোসেন। গত বৃহস্পতিবার বেড়া থানায় এই মামলা করা হয়।

পুলিশ জানায়, চাকলা ইউপির ১ নম্বর ওয়ার্ডের সদস্য গোলজার সম্প্রতি বনবিভাগের মূল্যবান দুটি ইউক্যালিটাস গাছ কেটে বিক্রি করে দেন। পরে বনবিভাগের লোকজন চোরাই গাছগুলো উদ্ধার করে। সেগুলো বর্তমানে চাকলা ইউপি ভবনচত্বরে আছে।

বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলাটি তদন্ত করা হচ্ছে। আসামি গোলজারকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। 

যোগাযোগ করা হলে ইউপি সদস্য গোলজার হোসেন এনটিভি অনলাইনকে বলেন, তাঁর জমির পাশে সরকারি জমিতে তিনি কলা গাছ, বেগুন গাছ, লাউ গাছ, মেহগনি গাছ ও ইউক্যালিপটাস গাছ লাগিয়েছেন। কিছুদিন আগে ইউক্যালিপটাস গাছের মাথা ভেঙে গেলে তিনি দুটি গাছ কেটে ফেলেন।

Advertisement