Beta

সামনে অনেক চ্যালেঞ্জ দেখছেন পররাষ্ট্রমন্ত্রী

০৮ জানুয়ারি ২০১৯, ২৩:০৫

ইউএনবি
নিজ কার্যালয়ে যোগদানের পর মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নতুন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। ছবি : এনটিভি

বিশ্বাস ও সার্বভৌমত্ব বজায় রেখে বৈদেশিক নীতির মূল লক্ষ্যগুলো অর্জনে সবার সক্রিয় সহযোগিতা ও অংশীদারিত্ব চেয়েছেন নতুন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

মঙ্গলবার বিকেলে মন্ত্রণালয়ে আবদুল মোমেন সাংবাদিকদের বলেন, ‘আমাদের সক্রিয় সহযোগিতা ও অংশীদারিত্ব দরকার। আমাদের সবার কাছ থেকে সমর্থন ও সক্রিয় উদ্যোগ দরকার। বন্ধুপ্রতিম দেশগুলোর থেকেও আমাদের সহযোগিতা দরকার।’

পররাষ্ট্রমন্ত্রী জানান, সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। তাই তারা একটি দল হিসেবে কাজ করতে চান।

এ সময় অন্যদের মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব এম শহীদুল হক উপস্থিত ছিলেন।

এর আগে নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রীকে তাঁর মন্ত্রণালয়ে স্বাগত জানানো হয়। এ সময় জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertisement