গোপালগঞ্জে সাড়ে ৪০০ নারী-শিশুকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা
গোপালগঞ্জে প্রায় সাড়ে ৪০০ নারী ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। জেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এ চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে। কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল এতে আর্থিক সহায়তা দিচ্ছে।
আজ বুধবার সকালে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে দুদিনব্যাপী হেলথ ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. খলিলুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক মো. মমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সিভিল সার্জন এস এম সিরাজুল ইসলাম, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মো. মহিউদ্দীন আহমেদ প্রমুখ।
ক্যাম্পে আজ গোপালগঞ্জ পৌরসভার ১, ২, ৩, ৪, ও ৫ নম্বর ওয়ার্ডের নারী ও শিশুদের চিকিৎসাসেবা দেওয়া হয়। আগামীকাল ৬, ৭, ৮, ও ৯ নম্বর ওয়ার্ডের নারী ও শিশুদের চিকিৎসা দেওয়া হবে।