Beta

আমিরাতের উপরাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

১৮ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:২৭

নিজস্ব প্রতিবেদক
সোমবার দুপুরে সংযুক্ত আরব আমিরাতের উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুমের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : ফোকাস বাংলা

সংযুক্ত আরব আমিরাতের উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুমের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার স্থানীয় সময় দুপুরে আবুধাবিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন দুই নেতা।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুও উপস্থিত ছিলেন।

পরে আবুধাবির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতির স্ত্রী শেখ ফাতিমা বিনতে মুবারাক আল কেতবির সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Advertisement