Beta

‘১৪ দল ভাঙার সম্ভাবনা নেই, ছোটখাটো মান-অভিমান কেটে যাবে’

১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৪৭ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৫০

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি : এনটিভি

১৪ দলের নেতাদের মনোবেদনার কারণ কী তা সবাই জানে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ১৪ দল ভাঙার কোনো সম্ভাবনা নেই।

বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা দলটির কেন্দ্রীয় নেতৃত্ব মানে না বলেই বিপুল বিএনপিনেতা এবারের উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে বলেও জানান কাদের।

আজ মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

সড়ক ও জনপথ অধিদপ্তরের কেন্দ্রীয় কার্যালয়ে সংস্থাটির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি আগামী ঈদের আগে দেশের সব মহাসড়কের সংস্কার কাজ শেষ করার নির্দেশ দেন।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ১৪ দলের কোনো কোনো নেতার মনোবেদনার কারণ কারো অজানা নয়। ১৪ দলের সমালোচনা বা মনোবেদনার পেছনের কারণটা কী তা আপনারা ভালোই জানেন। আমার চেয়ে কম জানেন না। এগুলো আলাপ-আলোচনা হলে, ১৪ দলের নিয়মিত বৈঠক হয়, আলাপ আলোচনা চলছে। যেটার মুখপাত্র হচ্ছেন আমাদের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। ওখানে তেমন কোনো সমস্যা নেই। ছোটখাটো মান-অভিমান আছে, এগুলো কেটে যাবে। এ নিয়ে ভাবনার বা দুর্ভাবনার কোনো সুযোগ নেই, দরকার নেই।’

দলীয় নিষেধাজ্ঞা সত্ত্বেও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির বিপুল নেতা প্রার্থী হয়েছেন জানিয়ে কাদের বলেন, ‘বিএনপির কেন্দ্রীয় নেতাদের তৃণমূলে কোনো নিয়ন্ত্রণ নেই। ৩৭ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছে, তারা কী পেরেছে বন্ধ করতে? বিএনপি নেতৃত্বের এখন যে বেহাল অবস্থা। এই নেতৃত্ব তৃণমূল মানে না।’

জাতীয় ঐক্যফ্রন্টের গণশুনানিতে অংশ নেওয়ার বিষয়ে জানতে চাওয়া হলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গণশুনানি না গণতামাশা? গণশুনানির জন্য অনুমতি চাওয়া হলে পুলিশ প্রশাসনকে বলব ব্যবস্থা নিতে।  

সড়ক ও জনপথ অধিদপ্তরের সব অনিয়ম দূর করতে কর্মকর্তাদের আরো সচেষ্ট হওয়ার তাগিদ দেন ওবায়দুল কাদের।

Advertisement