Beta

ক্রাইস্টচার্চে হতাহতের ঘটনায় রাষ্ট্রপতির নিন্দা

১৫ মার্চ ২০১৯, ২১:৩৪

ইউএনবি
রাষ্ট্রপতি আবদুল হামিদ। ফাইল ছবি

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে শুক্রবার জুমার নামাজের সময় দুই মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। একই সঙ্গে এই হামলায় হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন তিনি।

রাষ্ট্রপতির কার্যালয় থেকে জানানো হয়, এক শোকবার্তায় রাষ্ট্রপতি নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং আহতদের আশু আরোগ্য কামনা করেন।

ক্রাইস্টচার্চের আল নূর ও লিনউড মসজিদে বন্দুকধারী সন্ত্রাসীর হামলায় তিন বাংলাদেশিসহ ৪৯ জন নিহত হন। গুরুতর আহত হয়েছেন আরো অন্তত ২০ জন।

ঘটনাস্থল থেকে ৫০ গজ দূরেই ছিল বাংলাদেশ ক্রিকেট দলের বাস। ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে শনিবার তৃতীয় ও শেষ টেস্টে মাঠে নামার কথা ছিল টাইগারদের।

অল্পের জন্য সন্ত্রাসী হামলা থেকে রক্ষা পান ক্রিকেটাররা। এ ঘটনায় তৃতীয় ও শেষ টেস্ট ম্যাচটি বাতিল করা হয়েছে। শনিবারই বাংলাদেশ ক্রিকেট দল ঢাকার উদ্দেশে নিউজিল্যান্ড ত্যাগ করবে।

Advertisement