Beta

বাংলাদেশের তিনজন প্রতিনিধি নিউজিল্যান্ড যাচ্ছেন শনিবার

১৫ মার্চ ২০১৯, ২২:৫৪

বাসস
সিলেটে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। ছবি : এনটিভি

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি একই সঙ্গে গুলিবিদ্ধ হয়ে মর্মান্তিক প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

এ ছাড়াও ক্রাইস্টচার্চ শহরের মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত ও আহতদের খোঁজ নেওয়ার পাশাপাশি তাদের সহজে সেবা প্রদানের লক্ষ্যে শনিবার সকালে বাংলাদেশের তিনজন প্রতিনিধি ঘটনাস্থলে যাচ্ছেন। প্রতিনিধি দলে থাকবেন নিউজিল্যান্ডের রাজধানী অকল্যান্ডে বাংলাদেশের অনারারি কনসাল জেনারেল ইঞ্জিনিয়ার শফিকুর রহমান ভূঁইয়া এবং অস্ট্রেলিয়ার ক্যানবেরাস্থ বাংলাদেশ হাইকমিশনের দুজন কর্মকতা।

পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার বিকেলে সিলেটে এক অনুষ্ঠানে একথা জানান।

এর আগে ড. মোমেন নিউজিল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী উইন্সটন পিটার্সের কাছে পাঠানো এক বার্তায় বলেন, ‘ক্রাইস্টচার্চে ভয়াবহ সন্ত্রাসী হামলা ও গোলাগুলিতে বাংলাদেশি বংশোদ্ভুতরাসহ বেশকিছু মানুষের হতাহতের ঘটনায় আমরা স্তম্ভিত ও গভীরভাবে শোকাহত।’

পররাষ্ট্রমন্ত্রী তাঁর বার্তায় বলেন, ধর্মীয় স্থানে নিরীহ মানুষের ওপর এ ধরনের বর্বর হামলার ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই।

বাসসের সিলেট প্রতিনিধি জানান, পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার বিকেলে সিলেট সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের ‘এমজিএসপি’ প্রকল্পের আওতায় ঘাসিটুল-লামাপাড়া-মোল্লাপাড়া হয়ে সুরমা নদী পর্যন্ত আরসিসি ড্রেন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ক্রাইস্টচার্চ প্রসঙ্গে বলেন, আগামীকাল শনিবার সকালে বাংলাদেশের তিনজন প্রতিনিধি ঘটনাস্থলে যাবেন।

এ ছাড়াও ঘণ্টায়-ঘণ্টায় সেখানে খোঁজ নেওয়া হচ্ছে উল্লেখ করে হানিফ বলেন, ‘ক্রাইস্টচার্চে আমাদের ক্রিকেট টিম অবস্থান করছে, যারা এ ঘটনার সময় নামাজের জন্য মসজিদে যাচ্ছিল। কিন্তু, আমাদের সৌভাগ্য যে, তারা মসজিদে পৌঁছার আগে হামলার তথ্য পেয়ে হোটেলে নিরাপদে ফিরে গেছে। তাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছে সেদেশের আইনশৃঙ্খলা বাহিনী ও সরকার। খেলোয়াড়দের তাড়াতাড়ি বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

ড. মোমেন এমন ন্যক্কারজনক ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে নিহত মুসলমানদের মাগফিরাত ও সবার কাছে দোয়া কামনা করেন।

Advertisement