Beta

মাগুরায় প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব তুষারকে সংবর্ধনা

১৫ মার্চ ২০১৯, ২৩:১৭

সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব হাসান জাহিদ তুষারকে সংবর্ধনা দিয়েছে এলাকাবাসী। শুক্রবার বিকেলে তুষারের নিজ গ্রাম মাগুরা সদর উপজেলার শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থানীয় ফ্রেন্ডস ক্লাব এ সংবর্ধনার আয়োজন করে। ছবি : এনটিভি

সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব হাসান জাহিদ তুষারকে সংবর্ধনা দিয়েছে এলাকাবাসী। শুক্রবার বিকেলে তুষারের নিজ গ্রাম মাগুরা সদর উপজেলার শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থানীয় ফ্রেন্ডস ক্লাব এ সংবর্ধনার আয়োজন করে।

সংবর্ধনায় উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু নাসের বাবলু, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবদুস সালাম ,অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলামসহ জেলা আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী।

সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিরা।

Advertisement