Beta

ময়মনসিংহে ধানের ন্যায্যমূল্যের দাবিতে বিএনপির স্মারকলিপি

২১ মে ২০১৯, ১৫:২১

দেশব্যাপী ধানের ন্যায্যমূল্যের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে মঙ্গলবার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন স্থানীয় দলীয় নেতৃবৃন্দ। ছবি : এনটিভি

দেশব্যাপী ধানের ন্যায্যমূল্যের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি হস্তান্তর করেছেন স্থানীয় দলীয় নেতৃবৃন্দ।

আজ মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে দলীয় অফিসে থেকে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ। পরে অতিরিক্ত জেলা প্রশাসক শেখ বেলায়েত হোসেন ওই স্মারকলিপি গ্রহণ করেন।

এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ধানের ন্যায্যমূল্য না পাওয়ায় দেশব্যাপী কৃষকদের দুর্দশার চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ।

ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক এ কে এম মাহাবুবুল আলম, যুবদলের সভাপতি রুকনুজ্জামানসহ বিএনপির অপরাপর নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।

Advertisement