Beta

ভৈরবে বাল্য বিবাহ বন্ধে সমাবেশ

০৯ জুন ২০১৯, ২১:৫৫

কিশোরগঞ্জের ভৈরবে বাল্য বিবাহ প্রতিরোধে নৃত্য পরিবেশন করে শিল্পীরা। ছবি : এনটিভি

‘বাল্য বিবাহ বন্ধ করো, নারী শিক্ষা নিশ্চিত করো’ এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের ভৈরবে শিশু-কিশোরদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলার শিবপুর ইউনিয়নের শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ নামের একটি বেসরকারি সংস্থা ওই সমাবেশের আয়োজন করে।

সমাবেশে উপজেলার কালিকাপ্রসাদ ও শিবপুর ইউনিয়নের কয়েকশ শিশু-কিশোর এবং তাদের অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধিসহ সুধীজন অংশ নেয়। আমন্ত্রিত অতিথিরা এ সময় বাল্য বিবাহের কুফল এবং শিশু অধিকার নিয়ে তাদের মতামত তুলে ধরে বক্তব্য দেন।

সংস্থার প্রোগ্রাম অফিসার রাজকুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি শামীম মিয়া, প্রধান শিক্ষক ফজিলাতুন্নেছা, ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শেফালি বেগম ও বিল্লাল মিয়া প্রমুখ।

পরে বাল্য বিবাহ প্রতিরোধে জনসচেতনতামূলক দলীয় ও একক গান এবং নৃত্য পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।

Advertisement