Beta

বুড়িগঙ্গায় নৌকাডুবি, ভাইবোনের লাশ উদ্ধার

২১ জুন ২০১৯, ১৩:০৭

রাজধানীর সদরঘাটসংলগ্ন বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবিতে নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত মেশকাত (৬) ও নুসরাত (১২) আপন ভাইবোন।

আজ শুক্রবার দুপুর ১২টার দিকে সদরঘাটের ওয়াইজ ঘাট এলাকা থেকে মেশকাত ও নুসরাতের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

এর আগে সকাল ৭টার দিকে সদরঘাট থেকে খেয়া নৌকায় করে কেরানীগঞ্জের গুদারাঘাট যাওয়ার পথে এমভি পূবালী-৫ লঞ্চের সঙ্গে ধাক্কায় ওই নৌকাডুবি ঘটে।

নিখোঁজ শিশুদের আত্মীয় তোফাজ্জল মিয়া জানান, আজ সকালে পরিবারের সদস্যদের নিয়ে বরিশাল থেকে ঢাকার সদরঘাটে নামেন বাবুল ফরাজী। পরে নৌকায় করে সদরঘাটের সিমসন ঘাট থেকে কেরানীগঞ্জের শান্তপাড়া এলাকায় বাড়িতে ফেরার পথে মাঝ নদীতে লঞ্চের সঙ্গে যাত্রীবাহী নৌকাটির ধাক্কা লাগে। এতে করে নৌকাটি ডুবে যায়। সে সময় নৌকায় থাকা ছয়জনের মধ্যে চারজন সাঁতরে উঠতে পারলেও ডুবে যায় দুই শিশু।

পরে দুর্ঘটনার খবর পেয়ে সদরঘাট ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার অভিযান শুরু করেন। শেষমেশ দুপুরের দিকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

Advertisement