Beta

তিনতলা বাড়ির ওপর হেলে পড়েছে পাঁচতলা বাড়ি, আতঙ্কে বাসিন্দারা

৩০ জুন ২০১৯, ১০:৫৫

সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে একটি পাঁচতলা বাড়ি পাশের তিনতলা বাড়ির ওপর হেলে পড়েছে। ছবি : এনটিভি

সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরে একটি পাঁচতলা বাড়ি পাশের একটি তিনতলা বাড়ির ওপর হেলে পড়েছে। এ ঘটনায় দুই বাড়ির বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। এদিকে, এ ঘটনায় তেঁতুলঝোড়া ইউনিয়নের পক্ষ থেকে বাড়ির মালিককে নোটিশ দিয়ে ব্যবস্থা নেওয়ার কথা বললেও ভবন মালিক কোনো ব্যবস্থা নিচ্ছেন না।

এলাকাবাসী জানান, তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরে গত কয়েক বছর আগে মজিবর রহমান নামের এক ব্যক্তি পাঁচতলা বাড়ি বানিয়ে ভাড়া দিয়েছেন। কয়েক দিন ধরে পাশের আইয়ুব আলী নামের এক ব্যক্তির তিনতলা বাড়ির ওপর হেলে পড়েছে পাঁচতলা বাড়িটি।

এ ঘটনায় তিনতলা বাড়িটির দেয়াল ও পিলারে ফাটল ধরেছে। এ অবস্থায় দুই বাড়ির ভাড়াটিয়াসহ আশপাশের মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। যেকোনো সময় ভবনটি ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছে এলাকাবাসী।

এদিকে ভবনটি হেলে পড়ায় তেঁতুলঝোড়া ইউনিয়নের পক্ষ থেকে ভবন মালিক মজিবর রহমানকে নোটিশ দিয়ে ব্যবস্থা নেওয়ার কথা বললেও তিনি কোনো সাড়া দেননি।

এ বিষয়ে বাড়ির মালিক মজিবর রহমান ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি।

উপজেলা প্রশাসন হেলে পড়া বাড়িটির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেবে এমনটাই জানিয়েছেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর।

Advertisement