Beta

চায়ের দোকানের আগুনে পুড়ল মার্কেট

০৫ জুলাই ২০১৯, ০৮:২৭ | আপডেট: ০৫ জুলাই ২০১৯, ১১:৩৮

সুনামগঞ্জ সদর উপজেলায় নীলপুর বাজারে গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে অগ্নিকাণ্ডে একটি মার্কেটের ১৫টি দোকানঘর পুড়ে গেছে। ছবি : এনটিভি

সুনামগঞ্জ সদর উপজেলায় অগ্নিকাণ্ডে একটি মার্কেটের ১৫টি দোকানঘর পুড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে উপজেলার নীলপুর বাজারে মসজিদ মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও পুলিশ জানিয়েছে, ধারণা করা হচ্ছে, মার্কেটের পাশের গলির একটি চায়ের দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূচনা হয়েছে।

ব্যবসায়ীরা জানিয়েছেন, অগ্নিকাণ্ডে মার্কেটের কম্পিউটার, ওষুধ, রড-সিমেন্ট, মুদি ও চায়ের দোকান পুড়ে গেছে। মুহূর্তের মধ্যে আগুন সারা মার্কেটে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসকে খবর দিলে তাদের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ব্যবসায়ীরা।

তবে সদর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল্লাহ আল মামুন বলেন, ক্ষয়ক্ষতির তালিকা তৈরির কাজ চলছে। তারপর প্রকৃত ক্ষতির পরিমাণ জানানো যাবে। দক্ষিণ সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

Advertisement