Beta

পদ্মা সেতুর কাজ ৭১ শতাংশ শেষ হয়েছে : ওবায়দুল কাদের

১১ জুলাই ২০১৯, ১৯:৫৪

নিজস্ব প্রতিবেদক
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেতু ভবনে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য দেন। ছবি : এনটিভি

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, এখন পর্যন্ত পদ্মা সেতু নির্মাণ কাজের সার্বিক অগ্রগতি হয়েছে ৭১ শতাংশ। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেতু ভবনে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

এ সময় ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে পরামর্শক সেবা ও ডিজাইন রিভিউর জন্য জে ভি ডোহওয়া অ্যান্ড ডিডিসির সঙ্গে টেকনিকা ওয়াই প্রোঅ্যাক্টস এসএর মধ্যে ৩০৪ কোটি টাকার চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি স্বাক্ষর শেষে ওবায়দুল কাদের বলেন, এ বছরের ডিসেম্বরেই এই প্রকল্পের নির্মাণকাজ শুরু হবে।

এ সময় পদ্মাসেতু প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, মূল সেতুর নির্মাণ কাজের ৮১ শতাংশ অগ্রগতি হয়েছে। একের পর এক স্প্যান বসানোর মাধ্যমে দিনে দিনে পদ্মা সেতু এখন দৃশ্যমান হয়ে উঠছে বলেও জানান তিনি।

Advertisement