Beta

খুলনায় বিভাগীয় সমাবেশের অনুমতি পেল বিএনপি

২১ জুলাই ২০১৯, ১৭:৩০

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে খুলনায় বিভাগীয় সমাবেশ সফল করতে আজ রোববার নগরীতে লিফলেট বিতরণ করেন দলের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু। ছবি : এনটিভি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে দলটিকে বিভাগীয় সমাবেশ করার অনুমতি দিয়েছে খুলনা মহানগর পুলিশ ও খুলনা সিটি করপোরেশন।

আগামী ২৫ জুলাই খুলনা মহানগরের শহীদ হাদিস পার্কে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু আজ রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে আজ সকালে কেডি ঘোষ রোডে বিএনপির কার্যালয়, স্যার ইকবাল রোডসহ বিভিন্ন স্থানে খুলনায় বিভাগীয় সমাবেশ সফল করতে লিফলেট বিতরণ কর্মসূচি শুরু করেন নজরুল ইসলাম মঞ্জু। তিনি খালেদা জিয়ার মুক্তির দাবি জোরদার করতে দলীয় নেতাকর্মীদের সংগঠিত হয়ে ওয়ার্ডে ওয়ার্ডে  লিফলেট বিতরণসহ গণসংযোগ করতে আহ্বান জানান। এই সময় তাঁর সঙ্গে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র মনিরুজ্জামান মনিসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

Advertisement