Beta

পদ্মায় দুটি লাশ

২১ জুলাই ২০১৯, ১৮:৫৬

পাবনার ঈশ্বরদী উপজেলার সাড়া ইউনিয়নের মাজদিয়ার ইসলামপুরে পদ্মা নদী থেকে আজ রোববার এক ব্যক্তির মস্তক বিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। ছবি : এনটিভি

পাবনার ঈশ্বরদী উপজেলার পদ্মা নদীর পৃথক দুটি স্থান থেকে আজ রোববার দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে একটি শিশুর লাশ। অন্যটি এক ব্যক্তির গলা কাটা লাশ।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, রোববার দুপুরে উপজেলার লক্ষীকুণ্ডা ইউনিয়নের বাঘলপুর নামক স্থানে পদ্মা নদীতে অজ্ঞাতপরিচয় আট বছর বয়সী এক শিশুর লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

ওসি জানান, অপরদিকে একই উপজেলার সাড়া ইউনিয়নের মাজদিয়ার ইসলামপুরে পদ্মা নদীতে স্থানীয়রা অজ্ঞাতপরিচয় (৩৫) এক ব্যক্তির মস্তক বিহীন মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে। এরপর দুটি মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাহাউদ্দিন ফারুকী জানান, লাশ দুটি শনাক্তের চেষ্টা করা হচ্ছে। তবে কারা, কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সেটি বলা সম্ভব হচ্ছে না। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে মৃত্যুর কারণ জানা সম্ভব হবে।

Advertisement