Beta

‘সরকার নির্বাচিত নয়, তাই জনগণ বন্যায় মরলে যায় আসে না’

২৯ জুলাই ২০১৯, ২৩:১৬

শেরপুরে বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণকালে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ছবি : এনটিভি

শেরপুরে বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। সোমবার দুপুরে শেরপুর জেলা সদরের কামারের চর ও শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নের বন্যাদুর্গত আট শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেন তারা।

জেলা সদরের চরপক্ষীমারী ইউনিয়নের ব্যাঙের মোড় নামক জায়গায় জেলা বিএনপি আয়োজিত ত্রাণ বিতরণকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘সরকার বন্যা মোকাবিলায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তারা জনগণের ভোটে নির্বাচিত হয়নি, তাই তাদের জনগণ বন্যায় ডুবে মরলেও কিছু যায়-আসে না। তবে সরকার না থাকলেও বিএনপি বন্যাদুর্গতদের পাশে রয়েছে।’

সোমবার দুপুরে শেরপুর জেলা সদরের কামারের চর ও শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নের বন্যাদুর্গত আট শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। ছবি : এনটিভি

এ সময় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন ও মো. শাহজাহান, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, জাকির হোসেন বাবুল এবং শেরপুর জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ মাহমুদুল হক রুবেলসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Advertisement