Beta

থানায় গণধর্ষণ, ওসি-এসআই ‘ক্লোজ’

০৭ আগস্ট ২০১৯, ২৩:২৯

খুলনা জিআরপি থানায় এক নারীকে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পাঁচ সদস্যের রাতভর ধর্ষণের ঘটনায় ওসি উসমান গনি এবং উপপরিদর্শক (এসআই) নাজমুলকে ‘ক্লোজ’ করা হয়েছে।

আজ বুধবার ওই নির্দেশ দেওয়া হয় বলে জানা যায়।

এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান সহকারী পুলিশ সুপার   ফিরোজ আহমেদ জানান, ‘ক্লোজ’ হওয়া পুলিশ কর্মকর্তাদের পাকশি রেলওয়ে পুলিশ লাইনে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে অভিযুক্তরা দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

 গত ২ আগস্ট যশোর থেকে চিকিৎসা শেষে ট্রেনে করে খুলনায় তাঁর মাকে দেখতে যাচ্ছিলেন ওই নারী। পথে জিআরপি থানা পুলিশ তাঁকে মোবাইল চোর সন্দেহে থানায় নিয়ে যায়। অভিযোগ ওঠে, ওসি ও পাঁচ পুলিশ সদস্য মিলে রাতভর ধর্ষণ করেন ওই নারীকে। পরের দিন শনিবার পাঁচ বোতল ফেনসিডিলসহ আটক দেখিয়ে তাঁকে আদালতে চালান দেওয়া হয় । ওই নারী আদালতে গিয়ে থানায় গণধর্ষণের অভিযোগ করেন। এরপর আদালত তাঁর মেডিকেল পরীক্ষার নির্দেশ দেন।

Advertisement