Beta

নেত্রকোনায় এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ৩৬, চিকিৎসাধীন ১১

০৯ আগস্ট ২০১৯, ১৪:৪৬

নেত্রকোনায় এ মৌসুমে এ পর্যন্ত ৩৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে বর্তমানে ১১ জন চিকিৎসা নিচ্ছেন। ছবি : এনটিভি

নেত্রকোনায় ডেঙ্গু রোগী শনাক্তের পর থেকে গত ১০ দিনে এ রোগে আক্রান্ত ৩৬ জনকে পাওয়া গেছে। এর মধ্যে ১১ জন বর্তমানে নেত্রকোনা ও মোহনগঞ্জ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ডেঙ্গু আক্রান্ত সবাই ঢাকা থেকে আক্রান্ত হয়ে জেলায় এসেছেন বলে জানিয়ে এসব তথ্য দেন নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের জ্যেষ্ঠ সেবিকা মেহেরুন নেসা।

আক্রান্ত ১১ জনের মধ্যে নয়জন নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া দুজন মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। বাকিরা উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আবার অনেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন বলে জানা যায়।

নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড খোলা রয়েছে এবং এখানে বিনামূল্যে রক্ত পরীক্ষা, ওষুধ, স্যালাইনসহ সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে সদর হাসপাতাল সূত্র জানায়।

তবে ঈদে ঢাকা থেকে বাড়ি ফেরা মানুষের মধ্যে ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে বলেও জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

Advertisement