Beta

‘ছাদ থেকে পড়ে’ পুলিশ কর্মকর্তার মৃত্যু

১১ আগস্ট ২০১৯, ২১:১৫

সিলেট মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সহকারী কমিশনার জুবের আহমদ। ছবি : সংগৃহীত

সিলেট নগরীর চারাদিঘীর পাড় এলাকায় বাসার ‘ছাদ থেকে পড়ে’ এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। নিহত কর্মকর্তা হলেন সিলেট মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সহকারী কমিশনার জুবের আহমদ পিপিএম-সেবা।

জানা গেছে, আজ রোববার বিকেল ৫টার দিকে চারাদিঘীর পাড় এলাকার ৫ নম্বর বাসার চারতলার ছাদে ঘুড়ি ওড়াতে ওঠেন জুবের আহমদ। হঠাৎ তিনি অসাবধানতাবশত চারতলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। এ সময় তাঁকে মিরবক্সটুলা মাউন্ট এডোরা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ ও সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়া।

জুবের আহমদ তিন ছেলে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

Advertisement