Beta

নিজ হাতে কোরবানির মাংস বিতরণ করলেন মুস্তাফিজ

১২ আগস্ট ২০১৯, ১৭:২১ | আপডেট: ১২ আগস্ট ২০১৯, ১৭:৩২

সাতক্ষীরায় বাড়ির পাশের মসজিদে ঈদুল আজহার নামাজ আদায় করে বাসায় ফিরছেন মুস্তাফিজুর রহমান। ছবি : এনটিভি

গত ১৩ জুলাই বিবাহোত্তর বৌভাত শেষে সেই যে বাড়ি থেকে চলে গেলেন তারপর এলেন কোরবানির ঈদে। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তারালি ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে নিজ বাড়িতে স্বজনদের নিয়ে পশু কোরবানি দিলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। এবারের ঈদে তিনি দুটি গরু কেনেন। কোরবানি শেষে নিজ হাতে দরিদ্রদের মধ্যে মাংস বিলিয়েছেন।

বৃষ্টির কারণে ঈদগাহ ময়দান ভেজা থাকায় মুস্তাফিজ ঈদের নামাজ আদায় করেন বাড়ির পাশের মসজিদে। নামাজ শেষে তিনি মুসল্লিদের সঙ্গে কোলাকুলি করেন।

গ্রামের মানুষের সঙ্গে ঈদের খুশি ভাগাভাগি করে নেন জাতীয় ক্রিকেট দলের এই বিশ্বখ্যাত পেসার। পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও বন্ধুদের সঙ্গে ঈদ করতে পেরে খুব খুশি মুস্তাফিজ। তাঁর সঙ্গে কোলাকুলি করতে জনতার ভিড় জমে বাড়িতে।

Advertisement