Beta

এসপির ভাইকে মারধর : অতিরিক্ত এসপির চালক প্রত্যাহার

১২ আগস্ট ২০১৯, ২৩:২৫

ইউএনবি

ভোলায় এক পুলিশ সুপারের (এসপি) ভাইকে মারধরের জন্য আরেক অতিরিক্ত পুলিশ সুপারের গাড়িচালককে প্রত্যাহার করা হয়েছে।

ভোলার এসপি মোহাম্মদ কায়সার জানান, জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারী ও পুলিশ সদর দপ্তরে নিযুক্ত এসপি মোরশেদ আলমের ভাই মোকাম্মেলকে মারধরের জন্য কনস্টেবল জসিমের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, রোববার বিকেলে পুলিশের গাড়িচালক জসিম ভোলার অতিরিক্ত এসপির স্ত্রীকে শহরের পাখির পোল এলাকার নামিয়ে দিতে যান। এ সময় মোটরসাইকেল আরোহী মোকাম্মেল সাইড চাচ্ছিলেন। কিন্তু জসিম সাইড না দিয়ে তাঁর গাড়ি উল্টো ঘুরানোর চেষ্টা করেন।

এ নিয়ে মোকাম্মেল প্রশ্ন করলে জসিম গাড়ি দিয়ে মোটরসাইকেলে ধাক্কা দেন এবং তাঁকে মারধর করেন। পরে স্থানীয়রা এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

Advertisement