Beta

ঈদে নানার বাড়ি গিয়ে পদ্মায় প্রাণ হারাল ভাই-বোন

১৪ আগস্ট ২০১৯, ১৭:৪৭

গতকাল মঙ্গলবার বিকেলে শরীয়তপুরে পদ্মা নদীতে নিখোঁজ ভাই-বোনকে উদ্ধার করতে অভিযান চালানো হয়। ছবি : এনটিভি

ঈদ উপলক্ষে শরীয়তপুরের নওপাড়া এলাকায় নানার বাড়িতে বেড়াতে এসেছিল শরীফ (১৭) ও তার ছোট বোন মাহফুজা (১৪)। গতকাল মঙ্গলবার বিকেলে সেখানে পদ্মা নদীতে গোসল করতে নামে ভাই-বোন। এর পর থেকেই নদীতে নিখোঁজ হয় তারা। পরে গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় ভাই-বোনের লাশ উদ্ধার করা হয়।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুরুল হক আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।

শরীফ রাজধানীর মিরপুরের ১৪ নম্বর সেকশনে নৌবাহিনী কলেজে পড়ত। অন্যদিকে, মাহফুজা একটি মাদ্রাসায় নবম শ্রেণিতে পড়াশোনা করত।

নিহত ভাই-বোনের নানা আবদুল হাই জানান, শরীফ ও মাহফুজা ঈদের দুই দিন আগে নওপাড়া ইউনিয়নের মুন্সীকান্দি গ্রামে তাঁর বাড়িতে বেড়াতে আসে। গতকাল বিকেল ৪টার দিকে পদ্মা নদীতে স্থানীয়দের গোসল করতে দেখে তারাও নদীতে নামে। কিছুক্ষণ পরই শরীফ ও মাহফুজাকে দেখতে না পেয়ে নদীতে খোঁজ শুরু করেন স্থানীয়রা। পরে স্থানীয়দের সহযোগিতায় নৌকায় করে জাল টেনে তাদের খোঁজার চেষ্টা করা হয়। পরে স্থানীয় ডুবুরিদের খবর দিলে গতকাল সন্ধ্যায় শরীফ ও মাহফুজার লাশ উদ্ধার করা হয়।

 

Advertisement