Beta

ঢাকায় বেড়াতে এসে ডেঙ্গু, ফরিদপুরের হাসপাতালে মৃত্যু

২০ আগস্ট ২০১৯, ১২:৫৬ | আপডেট: ২০ আগস্ট ২০১৯, ১৮:৪৯

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়ার সাহেব আলীর (ইনসেটে) বাড়িতে লোকজনের ভিড়। ছবি : এনটিভি

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত সাহেব আলী (৪৫) নামের আরো একজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাতে তাঁর মৃত্যু হয়।

সাহেব আলী রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়ার মনসের আলীর ছেলে। তিনি নিজ এলাকায় ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

সাহেব আলীর জামাতা জাহাঙ্গীর মোল্লা জানান, ঈদের আগে তিনি ঢাকায় বেড়াতে যান। সেখান থেকে জ্বরে আক্রান্ত হয়ে এসে রাজবাড়ী জেনারেল হাসপাতালে ভর্তি হন। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে গতকাল সোমবার রাতে তাঁর মৃত্যু হয়। আজ মঙ্গলবার সকাল ৯টায় জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন হয়েছে বলেও তিনি জানান।  

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কামদা প্রসাদ সাহা জানান, রাজবাড়ী সদর হাসপাতাল থেকে রেফার হয়ে গতকাল সোমবার দুপুরে আশঙ্কাকাজনক অবস্থায় সাহেব আলী ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় রাতেই তাঁর মৃত্যু হয়।

এদিকে, সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ভর্তি হয়েছেন ৭০ জন। বর্তমানে জেলার হাসপাতালগুলোতে মোট চিকিৎসা নিচ্ছেন ৩৫৭ জন। গত ২০ জুলাই থেকে এ পর্যন্ত এক হাজার ২৮৯ জন চিকিৎসা নিয়েছে। জেলার সরকারি হিসাবে এ পর্যন্ত ডেঙ্গু জ্বর নিয়ে সাতজনের মৃত্যুর ঘটনা ঘটল।

Advertisement