Beta

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রতির দেশ : মৎস্য প্রতিমন্ত্রী

২৪ আগস্ট ২০১৯, ১৪:২৮

‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রতির দেশ। এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করেন। প্রত্যেক ধর্মের মানুষ তাঁদের নিজস্ব ধর্ম উৎসব স্বাধীনভাবে পালন করে থাকেন।’

জন্মাষ্টমী উপলক্ষে গতকাল শুক্রবার নেত্রকোনায় আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এসব কথা বলেন।

জেলা প্রশাসক মঈনুল ইসলামের সভাপতিত্বে জেলা পরিষদ হলরুমে বিপুল কৃষ্ণভক্ত নারী-পুরুষের অংশগ্রহণে হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রতিমন্ত্রী।

হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক মো. আকরাম হোসেনের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য দেন সংরক্ষিত নারী সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, বরেণ্য বুদ্ধিজীবী অধ্যাপক যতীন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফকরুজ্জামান জুয়েল, জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা নির্মল কুমার দাস প্রমুখ।

সভা শেষে শিশুদের শুদ্ধ গীতাপাঠ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়। অংশগ্রহণকারী বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্য অতিথিরা।

Advertisement