Beta

১১ ছাত্রীর চুল কর্তন : সেই শিক্ষিকা বরখাস্ত

১২ সেপ্টেম্বর ২০১৯, ০০:১১

শরীয়তপুরের ভেদরগঞ্জে ১১ ছাত্রীর চুল কেটে দেওয়ার ঘটনায় সাময়িক বরখাস্ত করা হয়েছে প্রধান শিক্ষিকা কাবেরী গোপকে। ছবি : এনটিভি

শরীয়তপুরের ভেদরগঞ্জে ১১ ছাত্রীর চুল কেটে দেওয়ার ঘটনায় প্রধান শিক্ষিকা কাবেরী গোপকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার দুপুরে ঢাকা বিভাগীয় উপপরিচালক তাঁকে সাময়িক বরখাস্ত করেন।

শরীয়তপুর জেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

গত বৃহস্পতিবার ভেদরগঞ্জ উপজেলার ডিএমখালী বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার নির্দেশে দপ্তরি জুমান পঞ্চম শ্রেণির ১১ ছাত্রীর চুল কেঁটে দেন। এতে ক্ষুব্ধ হয়ে উঠে শিক্ষার্থী ও তাঁদের স্বজনরা। এ নিয়ে রোববার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রচারিত হয়। এর পর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মশিউল আজম হিরক ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা মিয়াকে ঘটনা তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশে দেন।

গত সোমবার সরেজমিনে তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়ায় মঙ্গলবার জেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তার কাছে তাঁরা প্রতিবেদন জমা দেন। ওই দিনই জেলা শিক্ষা কর্মকর্তা বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে ঢাকা বিভাগীয় উপপরিচালকের কাছে তদন্ত প্রতিবেদন দেন। তার পরিপ্রেক্ষিতে ঢাকা বিভাগীয় উপ-পরিচালক কাবেরী গোপকে সাময়িক বরখাস্ত করেন।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, বুধবার দুপুরে ওই অভিযুক্ত শিক্ষিকাকে সাময়িক বরখাস্তের আদেশ সম্বলিত ঢাকা বিভাগীয় উপপরিচালকের চিঠি পেয়েছি। সঙ্গে সঙ্গে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি।

Advertisement