৩০ ট্রলারে ডাকাতি, অর্ধ শতাধিক জেলে অপহৃত
গত দুইদিনে বঙ্গোপসাগরে ৩০টি মাছ ধরার ট্রলারে ডাকাতি হয়েছে। এ সময় জলদস্যুরা দুটি ট্রলারসহ অর্ধ শতাধিক জেলেকে অপহরণ করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ফিরে আসা জেলেদের মাধ্যমে অপহৃত জেলেদের মুক্তিপণ বাবদ জনপ্রতি এক লাখ টাকা দাবি করে খবর পাঠিয়েছে তাঁরা।
বরগুনা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান,গত মঙ্গলবার বরগুনার পাথরঘাটা থেকে ৫০ কিলোমিটার দক্ষিণে এবং বুধবার রাতে বঙ্গোপসাগরের বলেশ্বরের আইল এলাকায় এ গণডাকাতির ঘটনা ঘটে।
মোস্তাফা জানান, র্যাব-৮ ও র্যাব-৬সহ নৌবাহিনী ও কোস্টগার্ডের সঙ্গে কথা বলেছেন তিনি। এরইমধ্যে কোস্টগার্ডের একটি দল ওই দুটি এলাকায় ঘুরেও এসেছে। তবে অপহৃত জেলেদের সন্ধান পাওয়া যায়নি।
কোস্টগার্ড পাথরঘাটার স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট সৈয়দ আবদুল রউফ বলেন, ‘এফবি মা এবং এফবি রেহানা নামের দুটি মাছ ধরার ট্রলারসহ কয়েকজন জেলেকে অপহরণের খবর আমি জেনেছি। কোস্টগার্ড সেখানে অভিযান অব্যাহত রেখেছে।’
আবদুল রউফ আরো জানান,অপহৃত জেলেদের নিয়ে জলদস্যুরা বাংলাদেশ এবং ভারতের সীমান্ত এলাকা সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরেরর মান্দারবাড়িয়ার দিকে পালিয়ে গেছে। বিষয়টি কোস্টগার্ডের সব কর্ম এলাকায় জানিয়ে দেওয়া হয়েছে।