অভিজিৎ হত্যার আলামত এফবিআইয়ের হাতে
অভিজিৎ হত্যামামলার আলামত যুক্তরাষ্ট্রের জাতীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) কাছে হস্তান্তর করেছে পুলিশ। এসব আলামতের ডিএনএ পরীক্ষা হবে এফবিআইয়ের গবেষণাগারে।
পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম আজ বুধবার দুপুরে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ‘ঘটনাস্থলে পাওয়া আলামত এফবিআইয়ের গবেষণাগারে পরীক্ষা করা হবে।’
এর আগে গতকাল মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম বিকাশ কুমার সাহার আদালত অভিজিৎ হত্যাকাণ্ডের আলামত এফবিআইয়ের পরীক্ষাগারে পাঠানোর অনুমতি দেন। এর আগে ডিএনএ পরীক্ষার জন্য অভিজিতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে আনার নির্দেশ দেন আদালত।
মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবির পরিদর্শক মোহাম্মদ ফজলুর রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ওই নির্দেশ দেন।
গত ২৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে লেখক ও মুক্তমনা ব্লগের সম্পাদক মার্কিন নাগরিক অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় তাঁর স্ত্রী রাফিদা আফরিন বন্যা গুরুতর আহত হন।
গত ৪ মার্চ এফবিআইএর চার সদস্যের তদন্ত দল ঢাকায় আসে। গত শুক্রবার তাঁরা ওই ঘটনাস্থল পরিদর্শন করেন।