কাশিমপুর কারাগারে বিএনপি নেতা এ্যানি

বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে।
আজ শুক্রবার বেলা সোয়া ১২টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২-এ এ্যানিকে বহনকারী প্রিজন ভ্যানটি পৌঁছায়।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২-এর জেলার নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
সরকারবিরোধী আন্দোলনের মধ্যে নাশকতার বিভিন্ন ঘটনায় দায়ের হওয়া নয়টি মামলায় বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিমের আদালতে আত্মসমর্পণ করেন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। আদালতে তিনি জামিনের আবেদন করলে তা নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
এ্যানির আইনজীবীরা জানান, ২০১৩ সালের ডিসেম্বর থেকে ২০১৫ সালের জানুয়ারির মধ্যে পুলিশের করা এসব মামলার একটিতে হত্যা এবং বাকিগুলোতে নাশকতা, পুলিশের ওপর হামলা, অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে।