গাংনীতে মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
মেহেরপুরের গাংনীতে বীর মুক্তিযোদ্ধা আবু বকরকে (৭০) লাঞ্ছিত করার প্রতিবাদে এবং লাঞ্ছনাকারী আলিহিম ও তাঁর সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন হয়েছে।
রোববার বেলা ১১টার দিকে গাংনী উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নেতৃত্ব দেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম সোনা।
মানববন্ধনে উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা সাবেক পুলিশ কর্মকর্তা আবুল কাশেমসহ অন্য মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার পর থেকে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোন্তাজ আলী নিষ্ক্রিয় ভূমিকা পালন করায় মুক্তিযোদ্ধারা তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করেন।
মানববন্ধন শেষে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল আমিনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর দাবিসংবলিত স্মারকলিপি দেওয়া হয়।
গত বুধবার সন্ধ্যায় সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা আলিহিমসহ তাঁর কয়েকজন সহযোগী মুক্তিযোদ্ধা আবু বকরকে লাঞ্ছিত করেন। এ ঘটনায় আবু বকর চারজনকে আসামি করে গাংনী থানায় ওই দিন রাতেই একটি মামলা করেন।