মেহেরপুরে গণপিটুনি খেয়ে বখাটে হাসপাতালে
মেহেরপুরে গণপিটুনি খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছে হৃদয় হোসেন (১৯) নামের এক বখাটে। বুধবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
হৃদয়ের বাড়ি মেহেরপুর শহরের ১ নম্বর ওয়ার্ডের নতুন পাড়ায়।
পুলিশ জানায়, বুধবার বিকেলে যাদবপুর গ্রামের স্কুল পড়ুয়া এক মেয়ে স্কুল থেকে বাড়ি ফিরছিল। পথে যাবদপুর ব্রিজের কাছে তাকে উত্ত্যক্ত করে হৃদয়। এ ঘটনায় টিপু হোসেন নামের এক বয়োজ্যেষ্ঠ ব্যক্তি তাঁর প্রতিবাদ করলে হৃদয় ওই ব্যক্তিকে রড দিয়ে পিটিয়ে জখম করে। এ খবর পেয়ে এলাকার লোকজন হৃদয়কে ধরে পিটুনি দিয়ে পুলিশকে খবর দেয়। সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এসআই মেহেদী হাসান বলেন, হৃদয় হোসেন পুলিশ পাহারায় মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে। তার বিরুদ্ধে সদর থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। কয়েকদিন আগে সে একটি মামলায় জামিনে মুক্তি লাভ করে। বুধবারের ঘটনায় তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।