কেরাণীগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন, চারজন নিহত
রাজধানীর অদূরে কেরাণীগঞ্জের জিনজিরার গদাবাগে একটি কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই পরিবারের নারী-শিশুসহ চার জন মারা গেছে। আজ মঙ্গলবার (১৫ আগস্ট) ভোর আনুমানিক সাড়ে চারটার দিকে আগুন লেগেছে বলে এলাকাবাসী জানিয়েছে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিদগ্ধ হয়ে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে সেখানে তাদের মৃত্যু হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতরা হলেন সৌদিপ্রবাসী মিলনের স্ত্রী জেসমিন রাত্রি (৩০), জেসমিনের একমাত্র মেয়ে ঈসা (১৩), সোহাগের স্ত্রী মিনা (২৪) ও তার শিশুকন্যা তাইয়েবা (২)।
কেমিক্যাল গোডাউনের মালিক হাজি আবুল হাসনাত টুলটুল। তিনি গদার বাঘের গোডাউনে বিভিন্ন কেমিক্যাল রেখে ব্যবসা করেন বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা আরিফ হোসেন বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় তার মা পারুল বেগম, হানিফ, সোহাগ হোসেন ও মেয়ে তানহা আক্তার আহত হয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক সামসুজ্জামান এনটিভি অনলইনকে আজ মঙ্গলবার সকালে বলেন, আগুন নিয়ন্ত্রণে ছয়টি ইউনিট কাজ করেছে। এখন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। তবে কী কারণে আগুন লেগেছে তা তদন্ত না করে বলা যাবে না।
এই অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা ও আহতদের ১৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।
এসময় জেলা প্রশাসক আনিসুর রহমান বলেন, অবিলম্বে কেরাণীগঞ্জের সকল অবৈধ কেমিক্যাল গোডাউন বন্ধ করে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।
এলাকাবাসী জানিয়েছে, ওই গোডাউনে জুতা তৈরির বিভিন্ন কেমিক্যাল রাখা হয়েছিল। গভীর রাতে অগ্নিকাণ্ডের কারণে পাশে অবস্থান করা একটি পরিবারের চারজন অগ্নিদগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। কেমিক্যাল গোডাউনের মালিক হাজি আবুল হাসনা টুলটুলসহ গোডাউনের কর্মকর্তারা পলাতক রয়েছে। এদিকে গ্রামীণ এলাকায় এই ধরনের দাহ্য পদার্থের গোডাউন তৈরি করায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন।