শোক দিবসের অনুষ্ঠানে ঢাকা-২ আসনের প্রার্থী ঘোষণা শাহীন আহমেদের
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস এবং ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে কেরাণীগঞ্জের বিভিন্ন ইউনিয়নে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
কেরাণীগঞ্জ মডেল থানার বিভিন্ন ইউনিয়নে বুধবার (২৩ আগস্ট) দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রীসহ রান্না করা খাদ্য বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেরাণীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ। দিনব্যাপী এই আয়োজনে প্রথমদিকে কেরাণীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নে কেরাণীগঞ্জ মডেল থানা যুব মহিলা লীগের উদ্যোগে আলোচনা সভায় দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পরে ঢাকা-২ আসনের অন্তর্ভুক্ত ভাকুর্তা ইউনিয়নের মুসুরি খোলা, ফিরিঙ্গি কান্দি, চুনারচর মুগরাকান্দা ও লুটেরচর এলাকায় পৃথক পৃথক স্থানে আলোচনা ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রোহিতপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আলিম, তারানগর ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন ফারুক, বাস্তা ইউনিয়নের চেয়ারম্যান আসকর আলী, হযরতপুর ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন আয়নাল, কলাতিয়া ইউনিয়নের চেয়ারম্যান তাহের আলী, শাক্তা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী সালাউদ্দিন লিটন, কালিন্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহসিন রানা খোকন, কেরাণীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল বারেক, মডেল থানা যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবিনা হক, সাধারণ সম্পাদক আমিনা বেগম মুন্নি, ঢাকা জেলা পরিষদের সদস্য মো. মিন্টু হোসেন ও মহিলা নেত্রী রেশমা জাহান প্রমুখ।
এ সময় শাহীন আহমেদ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেকে ঢাকা-২ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে নৌকায় ভোট চান। তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনে ঢাকা-২ আসনকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে চাই।