কেরানীগঞ্জে শোক দিবস উপলক্ষে দরিদ্রদের মধ্যে চালসহ খাবার বিতরণ
দক্ষিণ কেরানীগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও একুশে আগস্ট নিহতদের স্মরণে দোয়া মাহফিল ও দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে গুদারাঘাটে কেরানীগঞ্জ ব্যবসায়ী দোকান মালিক সমবায় সমিতি ও আঞ্চলিক শাখা আওয়ামী যুবলীগের উদ্যোগে এই দোয়া মাহফিল ও দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ও কেরানীগঞ্জ উপজেলার চেয়ারম্যান শাহিন আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম মামুন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ আওয়ামী যুবলীগের সভাপতি মাহমুদ আলম, আগানগর ইউনিয়ন আ্ওয়ামী লীগের সভাপতি মীর আসাদ হোসেন টিটু, কেরানীগঞ্জ ব্যবসায়ী দোকান মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, ঢাকা জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক আসরারুল হাসান আশুসহ গার্মেন্টস ব্যবসায়ী সমিতির কার্যরির্বাহী কমিটির সদস্য ও সাধারণ সদস্যরা ও আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেরানীগঞ্জ ব্যবসায়ী দোকান মালিক সমবায় সমিতির সভাপতি হাজি স্বাধীন শেখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন কেরানীগঞ্জ ব্যবসায়ী দোকান মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক হাজী মুসলিম ঢালী।
অনুষ্ঠানে প্রায় এক হাজার দরিদ্র নারী পুরুষের মধ্যে ১০ কেজি করে চালসহ রান্না করা খাবার বিতরণ করা হয়।
সবশেষে শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও একুশে আগস্ট নিহতদের স্মরণে কোরআন তিলাওয়াত ও মোনাজাত করা হয়।