২০২৪ সালের মধ্যে এক হাজার গ্রামে ডিজিটাল সেন্টার স্থাপন হবে : পলক
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, তৃণমূল পর্যায়ে ডিজিটাল সেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার। আগামী ২০২৪ সালের মধ্যে দেশের এক হাজার গ্রামে ডিজিটাল সেন্টার স্থাপন করা হবে।
প্রতিমন্ত্রী আজ শনিবার (১১ নভেম্বর) দুপুরে নাটোরের সিংড়া হাইটেক পার্কে বাংলাদেশ-ভারত সার্ভিস ও কর্মসংস্থান প্রশিক্ষণ সেন্টারের উদ্বোধন ও কয়েকটি প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনের সময় এসব কথা বলেন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জানান, প্রতি মাসে ডিজিটাল সেন্টারগুলো থেকে ৭৫ লাখ সেবা প্রদান করা হচ্ছে। এখন মানুষ ঘরে বসে প্রায় সব কাজ করতে পারে। বয়স্ক ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষকে কারও মুখাপেক্ষী হয়ে পড়ে থাকতে হয় না। হাতে একটা এন্ড্রয়েড ফোন থাকলে বিশ্ব হাতের মুঠোয়।
জুনাইদ আহমেদ পলক বলেন, ‘২০৪১ সালের মধ্যে ১০ লাখ তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দেওয়া হবে। এদের মধ্যে থেকে পাঁচ লাখের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।’
নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভূঞাঁর সভাপতিত্বে অনুষ্ঠানে আইসিটি বিভাগের যুগ্ম সচিব মামুনুর রশীদ ভূঞাঁ, নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। পরে প্রতিমন্ত্রী ডিজিটাল সেন্টারে ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন।