ঝিনাইদহে গুলি করে স্বেচ্ছাসেবক লীগনেতাকে হত্যা
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দিনগত রাত সাড়ে ৯টার দিকে উপজলার সুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
হরিণাকুণ্ডু উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন জানান, নিহত স্বেচ্ছাসেবক লীগনেতা শামিম আহম্মেদ সুড়া গ্রামের বাসিন্দা। তিনি হরিণাকুন্ডু পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি সাবেক সেনাসদস্য ছিলেন।
স্থানীয়রা জানান, শামিম আহম্মেদ গ্রামের মসজিদ থেকে এশার নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন। সেখান থেকে তাকে দুর্বৃত্তরা ধরে নিয়ে যায় এবং পাশের একটি খালপারে নিয়ে গুলি চালিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরে গ্রামের লোকজন গুলির শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে শামিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. জামিনুর রেজা বলেন, ‘বুকের বাম পাশে গুলি লেগেছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। অধিক রক্তক্ষরণে হাসপাতালে আনার আগে পথেই মারা যান তিনি।’
হত্যাকাণ্ডের তথ্য পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহের শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) অমিত কুমার বর্মণ।