সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে মামলার আবেদন
সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে দেওয়া রায় পরিবর্তনের জন্য প্রতারণা ও জালিয়াতির অভিযোগে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।
আজ রোববার (১৮ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ বিথির আদালতে এ আবেদন করা হয়। ইমরুল হাসান নামে এক আইনজীবী মামলাটির আবেদন করেন।
বিচারক বাদীর জবানবন্দি শুনে এ বিষয়ে আদেশ পরে দিবেন বলে জানান।