ইসকন নিষিদ্ধের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী গ্রেপ্তার হন গত সোমবার (২৫ নভেম্বর)। এর পরের দিন চট্টগ্রামের আদালতপাড়ায় তার অনুসারীদের হাতে খুন হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। চিন্ময় কৃষ্ণ দাস এক সময় আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) নেতা ছিলেন এবং বাংলাদেশ থেকে প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার পক্ষে বিভিন্ন সময়ে নানা প্রচার-প্রচারণা চালিয়েছেন বলে আছে অভিযোগ। এমনকি, শিশু নির্যাতনসহ চারিত্রিক স্খলনজনিত অভিযোগও বেরিয়ে আসে তার বিরুদ্ধে। এমন এক ব্যক্তিকে আইনি প্রক্রিূয়ায় নিতে বাধা ও বিভিন্ন উসকানিমূলক মন্তব্য ছড়ানোর প্রতিবাদে আজ শুক্রবার দেশজুড়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। সেখান থেকে উঠেছে ইসকন নিষিদ্ধের দাবি। একইসঙ্গে আইনজীবী হত্যার প্রতিবাদের পাশাপাশি খুনিদের দ্রুত বিচারের দাবি উঠেছে।
এনটিভি নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত থাকছে প্রতিবেদন…
রাজধানী ঢাকা : জুমার নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হেফাজতে ইসলামসহ বিভিন্ন ইসলামী সংগঠন ও সাধারণ মুসল্লিদের ব্যানারে এই বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
খুলনা : খুলনায় বিক্ষোভ মিছিল করেছে জেলা ইমাম পরিষদ। খুলনা নগরীর ডাকবাংলা মোড়ে এ বিক্ষোভ মিছিল শুরু হয়ে বাইতুন নূর মসজিদের অভিমুখে যাত্রা শুরু করে। এ সময় বক্তারা দেশ বিরোধী চক্রান্ত ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতার কারণে ইসকনকে নিষিদ্ধের দাবি করেন।
বক্তারা বলেন, চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যা করে তাওহীদের জনতার হৃদয় থেকে রক্ত ক্ষরণ করা হয়েছে। য়ারা এই হত্যার পিছনে আছে তারা যেন ভারতে পালাতে না পারে এবং তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। এই হত্যাকাণ্ডের পিছনে যার সবচেয়ে বড় ষড়যন্ত্র রয়েছে সে হলো শেখ হাসিনা, তিনি ভারতে বসে এই ষড়যন্ত্র করছেন। অনতিবিলম্বে তাকে দেশে ফিরিয়ে এনে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাদ জুমা লক্ষ্মীপুর মার্কাজ মসজিদ থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশ জেলা শাখার ব্যানারে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর স্টেশনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।
সমাবেশে উপস্থিত ছিলেন–হেফাজতে ইসলাম বাংলাদেশ জেলা শাখার সহ-সভাপতি মাওলানা কলিম উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা নোমান সিরাজী, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা জহির উদ্দিনসহ অনেকে।
পিরোজপুর : জুমার নামাজের পর পিরোজপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে সাধারণ মুসল্লিরা।
সমাবেশে বক্তব্য দেন– পিরোজপুর কেন্দ্রীয় ঈদগাহ ইমাম মাওলানা হাফিজুর রহমান খান, বাইতুল মোক্কারাম মসজিদের ইমাম মাওলানা সিদ্দিকুল্লাহ, বাইতুল সালাম জামে মসজিদের ইমাম মুফতি আহাসান উল্লাহ, পিরোজপুর কেন্দ্রীয় মসজিদের ইমাম মুফতি জুবায়ের, বায়তুল আমান জামে মসজিদ ইমাম মুফতি হাফিজুর রহমান।
নাটোর : আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার সুষ্ঠ বিচার ও ইসকন নিষিদ্ধ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের গাড়িতে হামলার প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। দুপুরে কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র-জনতা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে তারা এক সমাবেশ করে।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন– সমন্বয়ক শেখ ওবায়দুল্লাহ মীম, শিশির মাহামুদ, হাসিবুর রহমান, আব্দুলাহ আল রোমানসহ সাধরণ শিক্ষার্থী ও মুসল্লিরা।
ঝালকাঠি : আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদ ও ইসকন নিষিদ্ধের দাবিতে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন মসজিদের মুসল্লিররা খণ্ড খণ্ড মিছিলে নিয়ে শহরের ফায়ার সার্ভিস মোড়ে এসে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
রাজশাহী : রাজশাহীতেও বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ওলামা ও তাওহিদি জনতা। জুমার নামাজ শেষে নগরীর জিরো পয়েন্টে জমায়েত হয় তারা। সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করে তাওহিদি জনতা। মিছিলটি নগরীর জিরো পয়েন্ট হয়ে মনি চত্বর প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্টে এসে শেষ হয়।
রাজবাড়ী : আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদ এবং ইসকন নিষিদ্ধের দাবিতে রাজবাড়ীতেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে জেলা ইমাম কমিটির ব্যানারে শহরের আজাদী ময়দান থেকে একটি মিছিল বের হয়ে রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে শেষ হয়। এর আগে আজাদী ময়দানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
ফেনী : ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে মুসল্লিরা। আজ জুমার নামাজের পর ফেনীর কেন্দ্রীয় বড় জামে মসজিদ, জহিরিয়া মসজিদ ও কোর্ট মসজদিসহ শহরের মসজিদগুলো থেকে খণ্ড খণ্ড মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশে মিলিত হয়।
টাঙ্গাইল : টাঙ্গাইলে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে। জুমার নামাজের পর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার টাঙ্গাইল জেলা কওমি ওলামা পরিষদ ও টাঙ্গাইল জেলা ইমাম ও মুয়াজ্জিন পরিষদের যৌথ উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেসক্লাবে নিচে এসে শেষ হয়।
কর্মসূচিতে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা কওমি ওলামা পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক মুফতি আব্দুর রহমান ও টাঙ্গাইল জেলা ইমাম ও মুয়াজ্জিন পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
নরসিংদী : নরসিংদীতেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় নরসিংদী শহর থেকে ২৪ ঘণ্টার মধ্যে ইসকনের আস্তানা বন্ধ করতে প্রশাসনকে আলটিমটাম দেন বক্তারা।
জুমার নামাজের পর নরসিংদী পৌরসভা মোড়ে বিভিন্ন মসজিদের মুসল্লি ও খতিবসহ বিভিন্ন ইসলামিক সংগঠনের নেতারা জড়ো হন। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করে রেলস্টেশনের সামনে গিয়ে প্রতিবাদ সভা করেন। এসময় শহরের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে জেলা পুলিশের টহল জোরদার ছিল।
বান্দরবান : বান্দরবানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন মুসল্লিরা। আজ জুমার নামাজের পর কেন্দ্রীয় জামে মসজিদ, বাজার জামে মসজিদ'সহ পৌরসভা এলাকার বিভিন্ন মসজিদের মুসল্লিরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হয় প্রেসক্লাবের সামনে। সেখানে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আলাউদ্দিন ইমামী, জজকোর্ট মসজিদের খতিব মাওলানা মুজিবুল হক, বাজারজামে মসজিদের খতিব এহসানুল হক, বনরুপা জামে মসজিদের খতিব মাওলানা আওয়াল প্রমুখ। সমাবেশ সম্মিলিত ভাবে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাব চত্বরে মোনাজাতের মাধ্যমে বিক্ষোভ কর্মসূচি শেষ হয়।
কেরানীগঞ্জ : ঐতিহাসিক কদমতলী চৌরাস্তায় ইত্তেফাকুল উলামা এর উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়। এতে সভাপতিত্ব করেন ইত্তেফাকুল ওলামা প্রধান উপদেষ্টা আল্লামা মুফতি আবু সাঈদ। বক্তব্য দেন ইত্তেফাকুল উলামার সাধারণ সম্পাদক মাওলানা ফজলুল বারী, সহসভাপতি মাওলানা খালেদ মোহাম্মদ ইয়াহিয়া, মুফতি মীর শামসুদ্দিন বড়াইলি, মাওলানা আবু ইউসুফ, মাওলানা রাহাত হোসাইন হাবিবি, মুফতি আবু বক্কর কাসেমী, মুফতি রাশেদ প্রমুখ।
সমাবেশে কেরানীগঞ্জের বিভিন্ন মসজিদ থেকে মিছিল নিয়ে কদমতলীর সমাবেশ উপস্থিত হন মুসল্লিরা।
সমাবেশ শেষে শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।