Beta

ময়মনসিংহে বিএসইসির বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্রের উদ্বোধন

০২ আগস্ট ২০১৯, ২৩:১৬

ময়মনসিংহে বিএসইসির ‌বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা। ছবি : এনটিভি

ময়মনসিংহে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) অধীন সাতটি শিল্প প্রতিষ্ঠানের পণ্যের একটি  বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টায় শহরের কাচিঝুলী মোড়ে এই কেন্দ্রের উদ্বোধন করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল হালিম।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান মিজানুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য দেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক মো. মিজানুর রহমান ও ময়মনসিংহ সিটি করপোরেশনের  কাউন্সিলর মো. শরীফুল ইসলাম শরীফ।

স্বাগত বক্তব্য দেন পরিচালক (বাণিজ্যিক) নারায়ণ চন্দ্র দেবনাথ।

প্রধান অতিথি জানান, বিএসইসির অধীন প্রগতি ইন্ডাস্ট্রিজ ও জেনারেল ইলেকট্রিকের মতো ভারী শিল্পপ্রতিষ্ঠান ছাড়া কম দামে সাতটি শিল্পপ্রতিষ্ঠানের উন্নতমানের পণ্য পাওয়া যাবে ময়মনসিংহের এই প্রদর্শনী ও বিক্রয়কেন্দ্রে।

প্রত্যেক বিভাগীয় শহরেই একটি করে বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্র পর্যায়ক্রমে উদ্বোধন করা হবে বলে জানান সচিব।

Advertisement