রেনেটা লিমিটেডের শতভাগ লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি রেনেটা লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৮৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস।
গতকাল শনিবার বিকেলে কোম্পানির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত হয়েছে। কোম্পানির গত ১৮ মাসের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করা হয়।
শেয়ারহোল্ডারদের কাছ থেকে লভ্যাংশ অনুমোদনে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ১৯ নভেম্বর।
পর্ষদ সভা সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ৩০ জুন পর্যন্ত শেষ হওয়া ১৮ মাসে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৫৯ টাকা ৪৮ পয়সা। এর মধ্যে ১২ মাসে ইপিএস ছিল ৩৭ টাকা ৮৯ পয়সা। আর সর্বশেষ ছয় মাসে হয়েছে ২১ টাকা ৫৯ পয়সা।
গত এক মাসে কোম্পানির প্রতিটি শেয়ারে সর্বোচ্চ ১১৮ টাকা ৯০ পয়সা ও সর্বনিম্ন ১০৯৫ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়।
রেনেটা কোম্পানির অনুমোদিত মূলধনের পরিমাণ ১০০ কোটি টাকা ও পরিাশোধিত মূলধনের পরিমাণ ৫২ কোটি ৯৫ লাখ টাকা।
১৯৭৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত রেনেটা লিমিটেডের মোট শেয়ার পাঁচ কোটি ২৯ লাখ ৫৩ হাজার ৫১৪টি। যার শূন্য দশমিক ১২ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ৬৫ দশমিক ২২ শতাংশ সাধারণ বিনিয়োগকারী, ২১ দশমিক ৭৮ শতাংশ বিদেশি বিনিয়োগকারী ও ১২ দশমিক ৮৮ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে।