বেড়েছে সূচক কমেছে লেনদেন
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের দুই শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা গেছে। আজ রোববার সব ধরনের সূচকের পাশপাশি বেড়েছে লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ৫৭৩ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। যা আগের দিনের চেয়ে ৫৫ কোটি টাকা কম। গত বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৬২৮ কোটি টাকা।
প্রধান সূচক আগের দিনের চেয়ে ২৩ পয়েন্ট বেড়ে চার হাজার ৭২১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইতে মোট ৩১১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১৫৮টির, কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির শেয়ারের দর।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ৫১ পয়েন্ট বেড়ে আট হাজার ৮৫৭ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে টাকার অঙ্কে লেনদেন হয়েছে ৪০ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট। এদিন সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের। এর মধ্যে বেড়েছে ১২৬টির, কমেছে ৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির শেয়ারের দর।